Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২৯ নভেম্বর

admin

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ০৭:৫৩ অপরাহ্ণ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ | ০৭:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২৯ নভেম্বর

জকিগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর। এবারে নির্বাচনে মোট ৭টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বাজার এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।

সিনিয়র সহ-সভাপতি প্রার্থী সালেহ আহমদ, মকদ্দছ আলী (মকু মিঞা), আব্দুস সালাম, মোঃ জমির উদ্দিন, শামীম আহমদ। সহ-সভাপতি প্রার্থী মো. মঈন উদ্দিন, মোঃ মতিউর রহমান, মোঃ নজরুল ইসলাম, মুনিরুল ইসলাম রাজু (রাজন)। সাধারণ সম্পাদক প্রার্থী এনামুল হক (মুন্না), মোঃ আতিকুর রহমান, বদরুজ্জামান, মোঃ আব্দুল হান্নান, মোঃ বেলাল আহমদ।

সহ-সাধারণ সম্পাদক প্রার্থী সুমন আহমদ, মোঃ সাইফুল আলম, মোঃ আলতাব হোসেন, আব্দুল গফুর। সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ নূরুল হুদা, রেজাউল ইসলাম রাজু, মোঃ আল আমিন।

কোষাধ্যক্ষ প্রার্থী হাবিবুর রহমান, মুনিম আহমদ, মোহাম্মদ কামরুল ইসলাম বুলবুল, মোঃ মুছলিম উদ্দিন।

কার্যনির্বাহী সদস্য প্রার্থী মোঃ সাবুল আহমদ, ফয়ছল আহমদ, মোঃ আব্দুল হালিম, আব্দুল মালিক, দেলওয়ার হোসেন দুলু, মোঃ বাবুল আহমদ, জাহেদ আহমদ ফয়ছল, আব্দুল মানিক।

বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় সবার মাঝে উৎসাহ ও আগ্রহ লক্ষ করা যাচ্ছে। ব্যবসায়ীদের উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও সার্বিক আধুনিকায়ন—এসব বিষয় কেন্দ্র করে প্রার্থীরা প্রচার চালাচ্ছেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!