Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

admin

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ১১:১০ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ | ১১:১০ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জ (৫৫) বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পৃথকঅভিযান চালিয়ে প্রায় ৭৪ লাখ ১ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় জিরা, কসমেটিকস এবং ঔষধ জব্দ করেছে।

রবিবার (২৩ নভেম্বর) ২৩ নভেম্বর ভোরে সাতছড়ি–তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় ভোরে সন্দেহভাজন একটি ট্রাককে থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়। যার মূল্য ৩৫ লাখ ৫৫ হাজার টাকা। বিজিবি জানায়, ট্রাকটি সীমান্ত পেরিয়ে দেশে পণ্য পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল, তবে অভিযানের সময় কেউ আটক হয়নি।

এর আগে ২২ নভেম্বর বিকালে বিজিবির আরেকটি দল সাতছড়ি–চুনারুঘাট সড়কে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, বিভিন্ন ধরণের ঔষধ্য জব্দ করে। এসব পণ্যের বাজারমূল্য ধরা হয়েছে ৩৮ লাখ ৪৬ হাজার ৪৫০ টাকা।

অভিযান প্রসঙ্গে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে, পাশাপাশি চোরাচালান দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে। আমাদের এসব কঠোর পদক্ষেপ চোরাচালানকারীদের নিরুৎসাহিত করছে এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি বলেন, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। পাশাপাশি, চোরাচালান সিন্ডিকেটকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।

বিজিবি সীমান্তবর্তী এলাকার জনগণকে চোরাচালান প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেছে, জনসচেতনতা ও স্থানীয়দের সক্রিয় ভূমিকা রাখলে চোরাচালান নির্মূল আরও সহজ হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!