
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পীরেরবাজার এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় জিরা উদ্ধার এবং দুই ব্যক্তিকে আটক করেছে। রোববার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহপরাণ (রহ.) থানার পীরেরবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ বলছে, ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করার সময় একটি সাদা রঙের পুরোনো নোহা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ওই গাড়িতে ৩০ বস্তা ভারতীয় জিরা পাওয়া যায়। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৯শ কেজি জিরার মূল্য প্রায় ৭ লক্ষ ২০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
এসময় আটককৃতরা হচ্ছেন, শাহপরাণ (রহঃ) থানার দলইপাড়ার আটগাঁও গ্রামের শেখ মো. আব্দুল গনির ছেলে শেখ মো. আলেক আহমদ (৩৩), দাসপাড়া চকগ্রামের শাহ মো. চান্দু মিয়ার ছেলে মো. রাকিব আহমদ ইমন গাজী (২২)। একইসঙ্গে গাড়িটিও জব্দ করা হয়েছে।
পুলিশ বলছে, ভারতীয় জিরা চোরাচালান সংক্রান্ত অভিযোগে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের আদালতে উপস্থাপন করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার