জগন্নাথপুর সংবাদদাতা:
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে মোবাইল কোর্টের অভিযানে দুইজনকে আটক করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কেশবপুর বাজার, হাসপাতাল পয়েন্ট, ভবের বাজার ও উপজেলা পরিষদ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন জানায়, আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। তার সঙ্গে পুলিশি সহায়তায় উপস্থিত ছিলেন নবাগত ওসি তদন্ত হাফিজুর রহমান।
অভিযান চলাকালে ভবের বাজার এলাকায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে শান্তিগঞ্জের সেনাতপুর গ্রামের গৌলছ মিয়ার ছেলে আলমগীর মিয়াকে (২৫) আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় গাঁজা সেবনের সরঞ্জাম ও গাঁজাসহ আটক করা হয় পৌরসভার ইকড়ছই এলাকার আতাউর রহমানের ছেলে শাহরিয়ানকে (২১)। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিদের নিকট থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন, এক পুরিয়া গাঁজা এবং গাঁজা কাটার কাঁচি উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্যাহ জানান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযানে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।