Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দুই শিশুর গলাকাটা লাশের পাশে ঝুলছিল মায়ের মরদেহ

admin

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ০২:০২ অপরাহ্ণ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ | ০২:০২ অপরাহ্ণ

ফলো করুন-
দুই শিশুর গলাকাটা লাশের পাশে ঝুলছিল মায়ের মরদেহ

স্টাফ রিপোর্টার:
বগুড়ার শাজাহানপুরে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া এলাকার খালিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতরা হলেন ময়মনসিংহে কর্মরত সেনা সদস্য শাহাদত হোসেনের স্ত্রী ও দুই সন্তান। তারা হলেন- স্ত্রী সাদিয়া (২৩), কন্যা সন্তান ছাহিফা (৩) ও ছেলে সাঈদ (৭ মাস)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে মা ও দুই শিশু ঘুম থেকে না ওঠায় ও দরজা বন্ধ দেখে তাদের ডাকাডাকি করেন স্বজনরা। পরে ঘরের দরজা খুলে মায়ের ঝুলন্ত মরদেহ ও বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ দেখতে পান তারা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ওই গৃহবধূ দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু তা তদন্ত শেষে জানা যাবে বলে জানান ওসি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!