Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে যে কারণে হুমায়ুনকে ধরলো ডিবি

admin

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ০২:২০ অপরাহ্ণ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ | ০২:২০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যে কারণে হুমায়ুনকে ধরলো ডিবি

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) শহরের মহাজনপট্টি এলাকায় অভিযান চালিয়ে ১২৯ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ডিবির একটি দল নিয়মিত মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে মহাজনপট্টি এলাকায় অবস্থানকালে এক ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। তাদের দাবি, ওই ব্যক্তির কাছ থেকে ১ শ ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটককৃত হুমায়ুন (২২) টাঙ্গাইলের দেলদুয়ার থানার পাথরাইল গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে। তিনি বর্তমানে ফেঞ্চুগঞ্জ থানার মাইজগাঁও রেলস্টেশনের বিপরীতে ফজলুল হকের কলোনিতে বসবাস করতেন।

এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে উপস্থাপন করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!