
জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল থেকে পুলিশ ইয়াবা কারবারি আলী হোসেন জুনু (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করে।
সোমবার (২৪ নভেম্বর) এ অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেফতারকৃত জুনু জকিগঞ্জের কাপন চান্দশ্রীকোনো গ্রামের নামর আলীর ছেলে।
এ ঘটনায় থানা মাদক আইনে মামলা দায়ের করে পুলিশ। পরে ইয়াবা ব্যবসায়ীকে জুনুকে সোমবার দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এসব তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে জুনুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার