Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজার থেকে উদ্ধার গুলিসহ দুই এয়ারগান

admin

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ০৪:১৪ অপরাহ্ণ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ | ০৪:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজার থেকে উদ্ধার গুলিসহ দুই এয়ারগান

বিয়ানীবাজার সংবাদদাতা:
সিলেটের বিয়ানীবাজার থেকে গুলিসহ দুটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

তারা জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাবের সদর কোম্পানীর একটি অভিযানিক দল বিয়ানীবাজারের ছোটোদেশ আগরবাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১২৫ রাউÐ তাজা গুলিসহ ১টি এবং একই গ্রামের বাঁশবাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় আরেকটি বিদেশী এয়ারগান উদ্ধার করে।

এ ব্যাপারে জিডি দায়ের করে অস্ত্রগুলো বিয়ানীবাজার হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীতে র‌্যাব-৯ এর দায়িত্বপূর্ণ এলাকা থেকে অভিযান চালিয়ে মোট ২৫টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন ৩ হাজার ৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর এবং বিপুল পরিমাণ গুলিসহ ০৫টি এয়ারগান উদ্ধার করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!