
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে একযোগে ২৫০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এরমধ্যে সিলেট বিভাগের চার জেলার মোট ১৫ জন বিচারক এবার পদোন্নতি পেয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। একই প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া বিচারকদের পদায়নও নিশ্চিত করা হয়েছে।
এই আড়াই শ’ বিচারকের মধ্যে সিলেট বিভাগের চার জেলার মোট ১৫ জন বিচারক এবার পদোন্নতি পেলেন। তারা হলেন, পদোন্নতি পেয়ে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু ওবাইদা সিলেট মহানগর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক, সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিন ব্রাক্ষণবাড়িয়া শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক, সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ কানিজ ফাতিমা পারিবারিক আপিল আদালতের (জেলা ও দায়রা জজ) বিচারক, সিলেট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ. ন. ম ইলিয়াস টাঙ্গাইর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক, সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঝলক রায় সিলেট সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক, হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশারর ইউসুফ একই জেলার পারিবারিক আপিল আদালতের পূর্ণাঙ্গ বিচারক, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখার মন্সীগঞ্জ জেলা শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াসমিন একই জেলার পারিবারিরক আপিল আদালতের পূর্ণাঙ্গ বিচারক, মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইলাহী একই জেলার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক, সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাহেদু করিম একই জেলার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক, মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক ফেনীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক, হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম কামাল উদ্দিন সিলেট শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক, মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন মুন্সীগঞ্জ পারিবারিক আপিল আদালতের (জেলা ও দায়রা জজ) বিচারক, হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার ছাদাত নরসিংদী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক হয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ অনুযায়ী প্রথম গ্রেডের ৭০,৯২৫-৭৬,৩৫০ বেতনক্রমে তাদের পদোন্নতি কার্যকর করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদায়নকৃত স্থানে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া চলতি পদে দায়িত্বভার ২৭ নভেম্বরের মধ্যে হস্তান্তর এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনাও দিয়েছে আইন মন্ত্রণালয়।’
পদোন্নতির এই বৃহৎ উদ্যোগ বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল করবে সিলেট অঞ্চলের বিচারব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার