স্টাফ রিপোর্টার:
সিলেট নগরের এয়ারপোর্ট থানা এলাকার বাদামবাগীচা এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ বলছে, বাদামবাগীচা এলাকার আলী মঞ্জিলের সামনে পাকা রাস্তায় অভিযান চালানোর সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃত কামরান হোসেন ওরফে ইমন (২২) বাদামবাগীচা রোড নং ০৩ এলাকার শমছু মিয়ার ছেলে। পুলিশ বলছে, উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এয়ারপোর্ট থানার টহল ও তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।