
স্টাফ রিপোর্টার:
প্রায় সাড়ে তিন ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল তিনটার দিকে রেলযোগাযোগ স্বাভাবিক হয় বলে রেওলয়ে সূত্র নিশ্চিত করেছে। এর আগে সকাল ১১টার দিকে মাধবপুরের ইটাখোলায় পৌঁছালে হঠাৎ কালনী একপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, এ সময় কালনী একপ্রেসে যাত্রী ছিলেন প্রায় হাজারখানেক।
পরে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে জরুরী মেরামত সম্পন্ন করার পর সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার