ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা :
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা–খুলনা মহাসড়কের সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ইমাদ পরিবহনের বাসচাপায় সাহিদা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় দেড় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে এবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাহিদা আক্তার সুয়াদী গ্রামের শাহাদাৎ শেখের মেয়ে। তিনি ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “সকালে ইমাদ পরিবহনের একটি বাসের চাপায় এক কলেজছাত্রী নিহত হয়। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, “সকালে হঠাৎ বিকট শব্দ ও চিৎকার শুনে দেখি গ্রামের এক কলেজ পড়ুয়া মেয়ের মস্তকহীন দেহ মহাসড়কে ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। এ দৃশ্য দেখে গ্রামবাসীরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে দূরপাল্লার কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।”
সড়ক অবরোধকারীরা অভিযোগ করে বলেন, সুয়াদী বাসস্ট্যান্ডের পাশ দিয়ে কাইচাইল মডেল হাইস্কুল ও আশপাশের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে প্রতিদিনই বহু মানুষ যাতায়াত করেন। এ এলাকায় অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে স্পিডব্রেকার বা গতিরোধক স্থাপন না করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। তাদের দাবি, “এখানে দ্রুত গতিরোধক না দিলে সাহিদার মতো আরও মানুষের প্রাণ সড়কে ঝরবে।”
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।