Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্ত দিয়ে আসছে ভারতীয় কম্বল, আটক ২

admin

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ০২:৪০ অপরাহ্ণ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ | ০২:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
সীমান্ত দিয়ে আসছে ভারতীয় কম্বল, আটক ২

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাফলং থেকে ফিরতি একটি টুরিস্ট বাসে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল সহ দুইজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

আটকরা হলেন, গাজিপুর জেলার কাশিপুর উপজেলার সরদাগাও এলাকার মানিক মিয়ার পুত্র রবিন মাহমুদ (২৫) ও সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মিরকুটিয়া শম্ভুদিয়া এলাকার পেশকার আলি বেপারীর পুত্র জাকির হোসেন (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ শে নভেম্বর) জৈন্তাপুর মডেল থানা সংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযানে নামে পুলিশ।

ওইদিন জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ উছমান গনির নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জাফলং হতে টুরিস্ট বোঝাই ফিরতি একটি বাসে তল্লাশী চালায়। এ সময় তল্লাশীতে ১৮২ পিস ভারতীয় কম্বল সহ দুইজনকে আটক করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা এই কম্বলগুলো পাচারের কথা স্বীকার করে। পুলিশ জানায় আটককৃত পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৬৪ হাজার টাকা সমপরিমাণ।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ উছমান গনি। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেছে পুলিশ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!