
হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে মসজিদের জমি নিয়ে দু’পক্ষের প্রায় দেড়ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে পুলিশ, নারী পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অন্যান্যদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানায়, উপজেলার কৃষ্ণনগর গ্রামের মসজিদের জমি চাষ করা নিয়ে আব্দুল হেকিমের সঙ্গে একই গ্রামের হালীম মিয়ার দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে শনিবার সন্ধ্যায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সজ্জল মিয়া (৩৪), জুয়েল মিয়া (৪৮), জাফর মিয়া (৩৬), ফুলমান মিয়া (৭০), সাকিব মিয়া (৩২), মোছাঃ রোপ বাহার (৬০), দুলেনা বেগম (৫৫), সানজিদা আক্তার (১৭), মোতালিম মিয়া (৫২), আরব আলী (৬৫), শছতির মিয়া (৬৭), জুহাস মিয়া (২৭), মোফাজ্জল হোসেন (৩৫), আতিকুল মিয়া (২৫), সাইদুর মিয়া (২৬), মোরসালিন (২৭), আব্দুল হালিম (৬০), বাহাদুর মিয়া (১৬), শহিদুল মিয়া (১৯), আব্দুল হেকিম (৬০), নুর হোসেন (৫৫), মুরসালিন (২৫), পলাশ (৩৫), উলদত আলী (৬৬), কাছম মিয়া (৫৫), মিরজান (১৮), তানভীর (২৩), জহিরুল (১৯), ইউসুফ (৩০), সাব্বির মিয়া (১৯), হাফসা বেগম (৫২), মাহফুজ (১৬), লোকমান মিয়া (৭৫), রায়হান (১৬) রফিকুল ইসলাম (৪৫), শাকিব (২৫), রোজবাহার (৬০) ও আলমগীর মিয়া (৩৫)।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার