Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর

admin

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ০৩:১৬ অপরাহ্ণ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ | ০৩:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর

স্টাফ রিপোর্টার:
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. ইউনুস। একইসঙ্গে তার পরিবার এবং বিএনপির নেতাকর্মীরা খালেদার জিয়ার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। এই আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বসহকারে ফলাও করে প্রচার করেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম ‘আলজাজিরা’ শনিবার (৩০ নভেম্বর) সকালে ‘‘বাংলাদেশের খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’, হাসপাতালে ভর্তি’’ শিরোনামে সংবাদে জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অত্যন্ত সংকটজনক’ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার (খালেদা জিয়া) পরিবার এবং সমর্থকরা তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

এছাড়া বিএনপির চেয়ারর্পাসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, গত ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া ৮০ বছর বয়সী এই রাজনীতিবিদ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। ফুসফুসের সংক্রমণের লক্ষণ নিয়ে খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছিল। ডাক্তারদের ভাষায়, আমরা বলি তিনি ‘চিকিৎসায় সাড়া দিচ্ছেন’।

পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ‘ডন’ ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা ‘‘অত্যন্ত সংকটাপন্ন’’ শিরোনামে সংবাদে জানিয়েছে, তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জিয়াকে ২০১৮ সালে শেখ হাসিনার সরকারের অধীনে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড ও চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করেছিল। হাসিনার ক্ষমতাচ্যুতির পরপরই গত বছর তাকে মুক্তি দেওয়া হয়েছিল।

গণমাধ্যমটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের একটি বিবৃতি তুলের ধরে জানায়, ‘গণতন্ত্রের এই ক্রান্তিকালে, খালেদা জিয়া জাতির জন্য পরম অনুপ্রেরণার উৎস। তার আরোগ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

ভারতের গণমাধ্যম এনডিটিভি ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে’ শিরোনামে জানিয়েছে, ৮০ বছর বয়সী জিয়া ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তার অবস্থা ‘খুবই সংকটজনক’।

বিএনপি নেতা আহমেদ আজম খানের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে,‘খালেদা জিয়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন এবং চিকিৎসকদের সাথে পরামর্শ চলছে। নেত্রীর অবস্থা স্থিতিশীল হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে। এই জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

খালেদা জিয়ায় অবস্থা ‘খুবই সংকটজনক’ উল্লেখ করে মধ্যপ্রাচ্যভিত্তিক ‘গলফ নিউজ’ জানিয়েছে, জিয়া হৃদরোগ, লিভার এবং কিডনির সমস্যা, ডায়াবেটিস, ফুসফুসের রোগ, আর্থ্রাইটিস এবং চোখের সমস্যায় ভুগছেন। তার একটি স্থায়ী পেসমেকার রয়েছে এবং এর আগে তার হার্ট স্টেন্টিং করানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ‘খালিজ টাইমস’ জানিয়েছে, খালেদা জিয়া হৃদরোগ, লিভার এবং কিডনির সমস্যা, ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিস এবং চোখের সাথে সম্পর্কিত অসুস্থতা রয়েছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!