স্পোর্টার ডেস্ক:
লিগ টেবিলের শীর্ষে ফেরার সুবর্ণ সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু জিরোনার মাঠে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। প্রতিপক্ষের মাঠে এগিয়ে থেকেও ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে জাবি আলোনসোর দলকে। এতে টানা তৃতীয়বারের মতো পয়েন্ট হারাল লস ব্লাঙ্কোসরা।
বার্সেলোনা আগের দিন জয়ের মাধ্যমে শীর্ষে উঠে যাওয়ার পর রিয়ালের সামনে ছিল চাপ ও প্রত্যাশা—দুই-ই। ম্যাচে ৬০ শতাংশ বল দখলে রাখা, ২৫টি শট নেওয়া—সবকিছুতেই এগিয়ে ছিল তারা। কিন্তু গোলের সামনে এসে ব্যর্থতার পুনরাবৃত্তিতেই ধাক্কা খেলো আলোনসোর শিষ্যরা।
প্রথমার্ধেই দুবার জালের দেখা পাওয়ার মতো সুযোগ তৈরি করে রিয়াল। কিন্তু মিলিটাওয়ের দুটি হেড ও এমবাপের ভিএআরে বাতিল হওয়া গোলে আক্ষেপই বাড়ে। উল্টো বিরতির ঠিক আগে কাউন্টার আক্রমণে গোল করে জিরোনাকে এগিয়ে দেন অ্যাজেডিন ঔনাহি।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের রাশ ছিল রিয়ালের হাতে। ৬১ মিনিটে ভিনিসিয়ুসের শট অফসাইডে বাতিল হওয়ার পর ৬৭ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরেন এমবাপে। চলতি লিগে এটি তার ১৪তম গোল। বাকি সময়ে আর কোনো গোলের দেখা না মেলায় ভাগ্য মেনে ড্রতে থামতে হয় রিয়ালকে।
১৫ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। ৩৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সেলোনা। জিরোনা ১২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ১৮ নম্বরে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।