Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের কানাইঘাট দনা সীমান্তে যুবক হত্যা

admin

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ | ১২:৪৫ অপরাহ্ণ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ | ১২:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের কানাইঘাট দনা সীমান্তে যুবক হত্যা

কানাইঘাট সংবাদদাতা:
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় এক যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে দনা সীমান্তের রাতাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক সাইফুল ইসলাম (২০) দনা রাতাছড়া গ্রামের মৃত ছলু মিয়ার ছেলে। লেনদেন সংক্রান্ত বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, পূর্ব বিরোধের জেরে রাস্তা থেকে মোটরসাইকেলে করে সাইফুলকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। কারা কি জন্য তাকে হত্যা করেছে সে বিষয়টি জানার পাশাপাশি জড়িতদের আটকের চেষ্টা চলছে।

স্থানীয় এক জনপ্রতিনিধি জানিয়েছেন, রাতাছড়া গ্রামের শাকিল আহমদ ও সুমন আহমদ রোববার সন্ধ্যায় দনা বাজারে যাওয়ার পথে সাইফুলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। বাড়িতে নিয়ে তাকে বেঁধে রাখে। লোকজন তাকে মারধর ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে।

পুলিশ জানিয়েছে, সাইফুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে সাইফুলের আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!