
স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগরের নিজ করুয়া গ্রামের গোয়াল ঘর থেকে বাচ্চু মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি করুয়া গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, গোয়াল ঘরের তীরের সাথে বাচ্চু মিয়ার মরদেহ ঝুলে থাকতে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। তার গলায় ফাঁস লাগানো ছিলো। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার