Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়, আর্সেনালের দাপট অব্যাহত

admin

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ | ১২:২৮ অপরাহ্ণ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ | ১২:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়, আর্সেনালের দাপট অব্যাহত

স্পোর্টস ডেস্ক:
সাম্প্রতিক দুর্বারহীনতা কাটিয়ে লা লিগায় স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের ওপর ভর করে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে হারিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে আর্সেনাল, তবে পয়েন্ট হারিয়ে হোঁচট খেয়েছে লিভারপুল।

এর আগে টানা তিন ম্যাচ জয়হীন থেকে বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারায় রিয়াল। সেই চাপ কাটিয়ে বিলবাওয়ের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আলোনসোর দল। ম্যাচের শুরুতেই একক নৈপুণ্যে দুর্দান্ত শটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। এরপর পাল্টা আক্রমণ করলেও গোল পায়নি বিলবাও। প্রথমার্ধের শেষ দিকে কামাভিঙ্গার হেডে ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধেও ফেরার চেষ্টা করে বিলবাও। তবে ৭৮ মিনিটে দূরপাল্লার শটে দ্বিতীয়বারের মতো গোল করে ব্যবধান তিনে বাড়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় আর্সেনাল। ১১ মিনিটে মিকেল মেরিনোর গোলে এগিয়ে যায় তারা। ২১ মিনিটে ডেভিড রায়ার চমৎকার সেভে সমতা রক্ষা পায় গানাররা। বিরতির পরও আক্রমণে এগিয়ে থাকলেও ব্রেন্টফোর্ড দফায় দফায় চাপ তৈরি করে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল আর্সেনাল। যোগ করা সময়ের প্রথম মিনিটে বুকায়ো সাকার গোলেই জয় নিশ্চিত হয়- এতেই শীর্ষস্থান আরও শক্ত করে গানাররা।

দিনের আরেক ম্যাচে নিজেদের জয়ের ধারায় ফেরাতে পারেনি লিভারপুল। আক্রমণ- পাল্টা আক্রমণে সমান তালে লড়াই চললেও প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। ৬৭ মিনিটে তালবির গোলে এগিয়ে যায় সান্ডারল্যান্ড। ম্যাচের শেষ দিকে ভিয়েৎসার গোলে সমতায় ফেরে লিভারপুল এবং সেই ফলেই ম্যাচ শেষ হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!