Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

admin

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ | ১২:৫৯ অপরাহ্ণ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ | ১২:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা :
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সবুজ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ৮৬৪ ও ৮৬৫ নং মেইন পিলারের ৪ নং সাব পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

নিহত সবুজ ইসলাম পাটগ্রামের জগতবাড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার সেরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ ইসলামসহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে ১৬৯ ব্যাটালিয়নের বিএসএফের চেকপোস্টের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। পরে বিএসএফ তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

ঘটনার পর বাংলাদেশি বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদর কামাল উদ্দিন জানান, পতাকা বৈঠকে লাশ ফেরত চান এবং কড়া প্রতিবাদ জানান, বিএসএফ তাদের আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ ফেরত দিবে বলে জানান। লাশ বর্তমানে বিএসএফ ভারতের ভেতরে নিয়ে গেছে। পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!