Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ির পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ | ০১:৫৩ অপরাহ্ণ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ | ০১:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
বাড়ির পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের চুনারুঘাটে মধ্যরাতে এক যুবককে হত্যা করে লাশ বাড়ির পার্শ্ববর্তী একটি জায়গায় ফেলে যায় দুর্বৃত্তরা। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে লাশটি উদ্ধার করাকরে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত যুবকের আমির হোসেন (৩৮) উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের আব্দুল মান্নানের পুত্র।

পুলিশ জানায়, স্থানীয়রা বাঘারুক গ্রামে নিহতের বাড়ির পার্শ্ববর্তী একটি স্থানে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। যদিও নিহতের পরিবারের দাবী- আমির হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে তার ব্যবহৃত মোটর ইকেলসহ তার লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!