Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

admin

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ | ০৫:২৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ | ০৫:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট বিভাগের আরও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগের আরও ৪টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌণে ৪টার দিকে গুলশান কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌণে ৪টার দিকে গুলশান কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেট-৪ গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরীকে।

হবিগঞ্জ ১ নবীগঞ্জ-বাহুবল আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে এ আসনের সাবেক সাংসদ ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে।

সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে এ আসনের সাবেক সাংসদ বর্ষিয়ান রাজনীতিবিদ নাসির হোসেন চৌধুরীকে।

আর সুনামগঞ্জ-৪, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন মো. নুরুল ইসলাম।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!