Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

admin

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ | ০১:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ | ০১:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জ প্রতিনিধি :
তুচ্ছ ঘটনার জের ধরে সুনামগঞ্জের শান্তিগঞ্জের দামধরটুপি এলাকায় সিলেট সুনামগঞ্জ মহাসড়কে শনিবার (৬ ডিসেম্বর) রাতে টর্চলাইন জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকার তেরাই মিয়া ও বাদশা মিয়ার লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা যায়।

শান্তিগঞ্জ থানার ওসি তদন্ত ইনছানুর রহমান জানান, শনিবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে দামধরটুপি গ্রামের তেরাই মিয়া ও তার ভাই দুলু’র সাথে বাদশা মিয়ার ছেলে ইজাদ মিয়ার মধ্যে বাকবিতণ্ডা বাঁধে। এরই জের ধরে রাত ১১ টার দিকে উভয়পক্ষ লোকদের মধ্যে সংঘর্ষে জড়ায়।

এসময় টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সিলেট মহাসড়কে সংঘর্ষে জড়ালে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা করছে বলে জানান থানার এই কর্মকর্তা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!