Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপিসহ তিন দলের নতুন রাজনৈতিক মঞ্চ ‘গণতান্ত্রিক সংস্কার জোট’

admin

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ | ০৬:৫০ অপরাহ্ণ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ | ০৬:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
এনসিপিসহ তিন দলের নতুন রাজনৈতিক মঞ্চ ‘গণতান্ত্রিক সংস্কার জোট’

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দল নতুন জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠনের ঘোষণা দিয়েছে। জোটে এনসিপির পাশাপাশি রয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, দেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক অধিকার রক্ষায় এই নতুন মঞ্চ কাজ করবে।

নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে আরও বলেন, আগামী নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, স্বচ্ছ নির্বাচন এবং রাজনৈতিক সংস্কারের লক্ষ্যেই এই জোটের যাত্রা শুরু।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!