
কোর্ট রিপোর্টার:
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ভাই ও গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান (সোহেল এফ রহমান) সহ ছয়জনের বিরুদ্ধে ১ কোটি ২০ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা হয়েছে। বেক্সিমকো এভিয়েশনের তিন পাইলট তাদের পাওনা পরিশোধ না করে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে এ মামলা করেন।
রোববার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলাটি করা হয়। আদালত বাদীদের জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন। বাদী তিন পাইলট হলেন, ক্যাপ্টেন মো. মাহবুব আলম, ক্যাপ্টেন মোহাম্মদ রাশেদুল আমীন, ক্যাপ্টেন জাহিদুর রহমান।
মামলার অন্যান্য আসামি হলেন, আব্দুল্লাহ খান মজলিশ, ইমরান খান মজলিশ, গুলজার হোসাইন, সৈয়দ সামিউল ওয়াদুদ ওরফে সামি ওয়াদুদ।
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালে বিভিন্ন সময়ে বাদী তিনজন এভিয়েশন লিমিটেডে পাইলট হিসেবে যোগদান করেন, যেখান থেকে সালমান এফ রহমান দেশের বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যাতায়াত করতেন। কর্মরত অবস্থায় বেতন-ভাতা নিয়মিত পেলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে চাকরি থেকে টার্মিনেট করা হয় এবং পাওনা টাকা পরিশোধ করা হয়নি।
বাদীপক্ষের বক্তব্য অনুযায়ী, আসামিরা পাওনা টাকা ইচ্ছাকৃতভাবে আত্মসাৎ করে প্রতারণা করেছেন।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট সালমান এফ রহমান গ্রেপ্তার হন এবং তখন থেকেই তিনি কারাগারে আছেন। মামলার অন্যান্য আসামির মধ্যে তার ছেলে, ভাই ও ভাতিজা বিদেশে পলাতক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার