Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

admin

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ১০:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ | ১০:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
পাকিস্তানের হামলায় ২৩ আফগান সেনা নিহত

নিউজ ডেস্ক:
পাকিস্তানের সেনাদের হামলায় শুক্রবার ও শনিবার মিলে ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) পাক সংবাদমাধ্যম দ্য নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দাবি করেছে যে, বেলুচিস্তানের চামান সীমান্তে এসব সেনা নিহত হয়েছে। সূত্র জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি করে।

আফগান সেনাদের হামলার জবাবে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সেনারা জবাব দেয়। প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলি চলে। তালেবান সেনারা যেন পাল্টা জবাব দিতে না পারে, সেজন্য পরে রকেট লঞ্চার, কামান এবং অন্যান্য ভারী অস্ত্র মোতায়েন ও ব্যবহার করা হয়।

এই হামলায় আফগান তালেবান সেনাদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। একটি সূত্র দাবি করেছে, সাধারণ আফগান জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নির্ভূল অস্ত্র ব্যবহার করা হয়।

সূত্র আরও দাবি করে, প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় চলে যায় এবং সেখান থেকে তারা আবার গুলি ছোড়ে। এর জবাবে ওই জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 989 বার

শেয়ার করুন

Follow for More!