Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে হত্যা করে নারায়ণগঞ্জে আত্মগোপন, অবশেষে পাকড়াও

admin

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ০৪:০৪ অপরাহ্ণ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ | ০৪:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে হত্যা করে নারায়ণগঞ্জে আত্মগোপন, অবশেষে পাকড়াও

স্টাফ রিপোর্টার:
সিলেটের কানাইঘাটে টাকা দেনা-পাওনা বিরোধের জেরে সাইফুল ইসলাম নামের এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামী শাকিল আহমদকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৮ ডিসেম্বর) কানাইঘাট থানায় র‌্যাব তাকে হস্তান্তর করার পর দুপুরের দিকে পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরআগে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ যৌথ আভিযানিক চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন ঝাউচর মেঘনাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব।

র‌্যাব্ জানায়, কানাইঘাটের রাতছড়া গ্রামের সাইফুল ইসলামের সাথে বন্ধুত্ব ছিলো ঘাতক শাকিলের। তাদের মধ্যে ২ লাখ টাকা দেনা পাওনা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ৩০ নভেম্বর বিকালে আসামী শাকিল নিহত সাইফুলের বাড়িতে এসে তাকে নিয়ে দনা বাজারে চলে যায়। সন্ধ্যার দিকে নিহত সাইফুলের ভাই সুফিয়ান আহমদ দনা বাজার থেকে বাবাকে ফোন দিয়ে জানায় মোটরসাইকেল চালক, ভিকটিম ও আসামী শাকিল মোটরসাইকেল যোগে দনা বাজারে যাওয়ার পথে শাকিল তাদের বাড়িতে নিয়ে যায়।

পরবর্তীতে মোটরসাইকেল চালক কিছু সময় অপেক্ষা করে ভিকটিম সাইফুল ফেরত না আসায় মোটর সাইকেলরেখে শাকিলদের বাড়িতে গিয়ে দেখতে পান নিহত সাইফুলকে বেঁধে মারপিঠ করা হচ্ছে। এক পর্যায়ে শাকিল উত্তেজিত হয়ে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বুকে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।

তখন অন্যারা ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। গুরুতর আহতবস্থায় সাইফুলকে শাকিলদের বাড়ীর পূর্ব পাশের জঙ্গলের ভিতরে হাত পা বাধা অবস্থায় ফেলে যায় হামলাকারীরা। পরে তাকে আহতবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার

শেয়ার করুন

Follow for More!