Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৯ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের তফসিল কাল বা পরশু, ব্যালটে থাকছে না স্থগিত দলের প্রতীক

admin

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ | ০২:০১ অপরাহ্ণ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ | ০২:০১ অপরাহ্ণ

ফলো করুন-
নির্বাচনের তফসিল কাল বা পরশু, ব্যালটে থাকছে না স্থগিত দলের প্রতীক

স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামীকাল বুধবার বা পরশু দিন বৃহস্পতিবার। এবারের নির্বাচনে ব্যালটে থাকছে না স্থগিত করা কোনো দলের প্রতীক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বুধবার দুপুর সাড়ে ১২টায় সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।সিইসির ভাষণ চূড়ান্ত। কাল–পরশু তফসিল ঘোষণা করা হবে। ভাষণ রেকর্ড হবে বিকেলে।

এরআগে সোমবার বিটিভি ও বেতারকে ভাষণ রেকর্ড সংক্রান্ত চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ভাষণে থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। নির্বাচন ভবনে এসব তথ্য দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আয়োজন করা হবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

এদিকে, গত ২৪ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রেখে প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!