Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৯ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় ১৪৪ ধারা জারি

admin

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ | ০৪:৪৪ অপরাহ্ণ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ | ০৪:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় ১৪৪ ধারা জারি

আজমিরীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল মিয়া (৪৫) নামে একজন নিহতের ঘটনায় এই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম এই আদেশ জারি করেন।

উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম স্বাক্ষরিত আদেশে মঙ্গলবার দুপুর ১ টা থেকে পরদিন বুধবার (১০ ডিসেম্বর) দুপুর একটা পর্যন্ত সংঘর্ষের এলাকায় এই আদেশ বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বিগত বেশ কিছুদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে কাকাইলছেও এর কুমেদপুরের হান্নান মিয়ার লোকজন ও সরকার হাটীর আল কোরান সওদাগরের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় আল কোরান সওদাগরের লোকজন ও হান্নান মিয়ার লোকজনের মধ্যে কাকাইলছেও বাজারে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয় এবং বেশ কয়েকটি দোকান ভাঙ্গচুর ও লুটপাট করা হয়।

এরই জেরে উভয় পক্ষের লোকজন মঙ্গলবার সকাল আনুমানিক আটটায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রাসেল মিয়া গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম বলেন, উক্ত এলাকায় শান্তি শৃ্ঙ্খলা রক্ষায় এই আদেশ জারি করা হয়েছে। রিস্থিতি বিবেচনায় এই আদেশের সময়সীমা বর্ধিত করা হতে পারে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!