Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৯ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় ৭ তলা ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০

admin

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ | ০৫:৩৪ অপরাহ্ণ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ | ০৫:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
ইন্দোনেশিয়ায় ৭ তলা ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০

নিউজ ডেস্ক:
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জনের মৃত্যুর পাওয়া গেছে। খবর রয়টার্সের। মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে ৭ তলা এই ভবনটিতে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন দেশটির একজন পুলিশ কর্মকর্তাভ।

সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সাসাত্যো পুরনোমো কন্দ্রো সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ভবনের ভেতরে কেউ আটকে আছেন কিনা, তার খোঁজ চলছে।

এই পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুরে ভবনটির প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত। পরে তা দ্রুত ওপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে। ঘটনার সময় কিছু কর্মী ভবনের ভেতরে দুপুরের খাবার খাচ্ছিলেন। আর অন্যরা অফিসের বাইরে ছিলেন।

সাসাত্যো পুরনোমো কন্দ্রো বলেন, ‘এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা।’

রয়টার্স জানিয়েছে, ভবনটিতে টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস ছিল। প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতে আকাশ জরিপ কার্যক্রমের জন্য ড্রোন সেবা দিয়ে থাকে। এটি জাপানি ড্রোন প্রতিষ্ঠান টেরা ড্রোন করপোরেশনের ইন্দোনেশীয় শাখা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!