
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদী থেকে ২টি বারকি নৌকাসহ ১৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ ও ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, বুধবার ভোর রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদী থেকে বারকি নৌকাসহ ও ভারতীয় এসব পণ্য জব্দ করে।
জব্দকৃত ভারতীয় পণ্যের মূল্য ২ লাখ ৭১ হাজার টাকা। ভারতীয় পণ্য জব্দ করা করা সম্ভব হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদী থেকে ২টি বারকি নৌকাসহ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার