
স্টাফ রিপোর্টার:
ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা ঢাকার ফার্মগেট মোড় অবরোধ করেছে। কলেজের মূল ফটকের সামনে গিয়ে প্রথমে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করে, এরপর তারা ফার্মগেট মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫) ও হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬) গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাদের অবস্থার অবনতি হলে সাকিবুল হাসানকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ ডিসেম্বর) সে মারা যায়।
শেরে বাংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। তিনি আরও বলেন, “পুলিশ চেষ্টা করছে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।”
তিনি জানান, কলেজের প্রধান শিক্ষিকা ঘটনাস্থলে আসছেন এবং “বুধবার প্রধান শিক্ষিকার দেওয়া বিবৃতিতে অসন্তোষ জানিয়ে শিক্ষার্থীরা আজকের কর্মসূচিতে নেমেছে।”
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার