Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে র‍্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা

admin

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ | ০৪:৫৭ অপরাহ্ণ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ | ০৪:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
জামালপুরে র‍্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা

স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে লিপি আক্তার (৩৫) নামে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গৌরী শংকর মাঠসংলগ্ন একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া।

নিহত লিপি আক্তার একই উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা এবং র‍্যাব-২ এর উপপরিদর্শক (এসআই) মহর আলীর স্ত্রী।

ঘটনার সময় তার ১১ বছরের মেয়ে নিথি আক্তারও ঘরে ছিল এবং তাকে ভয়ভীতি দেখানো হয়। কয়েক বছর ধরে লিপি আক্তার মেয়েকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে মা–মেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে ঢোকে। চোরকে চিনে ফেলায় লিপি আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর স্বর্ণালঙ্কার লুট করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্ছু মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে নিহত লিপি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!