কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় থানাপুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্য ও মোটরসাইকেলসহ জাবেদ মিয়া (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার ভাটরাই এলাকা থেকে থানাপুলিশের চোরাচালান বিরোধী অভিযানে তাকে আটক করা হয়।
সে উপজেলার রাধানগর গ্রামের শুক্কুর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪বস্তা ভারতীয় পেয়াজ, ২বস্তা চিনি ও ২টি মোটরসাইকেলসহ জাবেদ মিয়া (১৯)কে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় পণ্যসহ একজনকে আটক করা হয়েছে। পুলিশের চোরাচালান বিরোধী অভিযান নিয়মিত অব্যহত থাকবে বলেও জানান তিনি। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।