Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পায়ের রগ কেটে ও চোখ উপড়ে তরুণকে হত্যা, বন্ধুসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

admin

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ০৬:১৪ অপরাহ্ণ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ | ০৬:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
পায়ের রগ কেটে ও চোখ উপড়ে তরুণকে হত্যা, বন্ধুসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজ এক তরুণকে পায়ের রগ কেটে ও চোখ উপড়ে হত্যা করার ঘটনায় তার বন্ধুসহ পাঁচজনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত তরুণের মামা আবু হানিফ বাদী হয়ে রোববার (১৪ ডিসেম্বর) সকালে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন। তবে বিকেল ৩টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিহত তরুণের নাম সোহাগ হোসেন (২৫)। তিনি বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকার নাজমুল ইসলামের ছেলে। শনিবার সন্ধ্যায় উপজেলার আগ্রাণ এলাকার একটি গাছের শিকড়ের ভেতর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত থেকে সোহাগ নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বড়াইগ্রাম থানা সূত্র জানায়, মামলায় নিহতের বন্ধু ও প্রতিবেশী আকাশ হোসেন (২৭), তাঁর মা কহিনুর বেগম (৬২), ভাই ডাবলু (৪৫), লাভলু (৩৮) ও বোন নিপা খাতুন (৩৫)–কে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে আকাশ হোসেন ট্রাকের বালু নামানোর কথা বলে সোহাগ হোসেনকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন নিহতের মা পারভিন বেগম ছেলের সন্ধানে আসামিদের বাড়িতে গেলে তাঁরা দুর্ব্যবহার করেন। পরে শুক্রবার নিহতের মামা আবু হানিফ থানায় জিডি করেন।

এজাহারে আরও বলা হয়, শনিবার সকালে আগ্রাণ এলাকার একটি গাছের নিচ থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়। তার পায়ের রগ কাটা ছিল এবং চোখ উপড়ানো অবস্থায় পাওয়া যায়। বাদীর অভিযোগ, আসামিরা নির্যাতন চালিয়ে সোহাগকে হত্যা করেছেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, মামলা হওয়ার আগেই পুলিশ সন্দেহভাজনদের ধরতে অভিযান শুরু করে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে। তাঁদের জিজ্ঞাসাবাদে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!