Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের

admin

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ১০:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ | ১০:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের

স্টাফ রিপোর্টার:
শরিফ ওসমান হাদি’র উপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি জানান, সোমবার শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ভারতপন্থী কাউকে এতে আমন্ত্রণ জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। মঞ্চের কর্মী ও হাদির পরিবার মিলে প্রায় অর্ধকোটি টাকা ধার করে এই ব্যবস্থা করেছেন এবং এখন পর্যন্ত সরকারের কোনো সহায়তা নেননি। চিকিৎসকদের মতে, পরিবার বা রাষ্ট্র চাইলে তাকে বিদেশে নেওয়া সম্ভব।

আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হাদি দীর্ঘদিন ধরেই হত্যাহুমকির কথা জানিয়ে আসছিলেন এবং এ বিষয়ে জিডিওও করা হয়েছিল। হামলার পর এখন পর্যন্ত যেসব সন্দেহভাজন শনাক্ত হয়েছে, তা ইনকিলাব মঞ্চ নিজ উদ্যোগে করেছে—গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

কেন্দ্রীয় শহীদ মিনারে আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগ দেবে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।

এর আগে শনিবার,ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেয় দলগুলো। সেসময় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!