Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

admin

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ০৩:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ | ০৩:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর কমিটির সাবেক সভাপতি আশরাফুল আলম সাকেল (৩২) সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতের বিভিন্ন সময় আত্মগোপনে থাকিাবস্থায় তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে পুলিশ জানায়। সাকেলের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী একটি হত্যা মামলা রয়েছে।

গ্রেফতারকৃত অপর দু’জন হলেন আওয়ামীলীগ নেতা চারখাইয়ের বেলাল আহমদ (৪৫) ও কুড়ারবাজারের আলী আহমদ (৫০)। এই মামলার বাদী দুবাগের তাজিম চৌধুরী। ৫ আগস্টের ঘটনায় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকেলের বিরুদ্ধে চিনি ছিনতাই মামলায় গ্রেফতারী পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামীদের আইনী প্রক্রিয়া শেষে যথাযথ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!