Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে আ.লীগ নেতা ডা. হরিপদ রায় গ্রেফতার

admin

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১১:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে আ.লীগ নেতা ডা. হরিপদ রায় গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে পৌর শহরের কলেজ রোডস্থ জয়নগরপাড়া আবাসিক এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ’

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৩ ও ৪ আগস্ট শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে প্রকাশ্যে দেশীয় অস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়া নেতৃত্বে ছিলেন ডা. হরিপদ রায়। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে ছাত্রজনতার ওপর সশস্ত্র হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!