Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে সোয়া দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

admin

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫ | ১২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ | ১২:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিজিবির অভিযানে সোয়া দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও শাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল ও গাড়ির মূল্য প্রায় সোয়া দুই কোটি টাকা।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানি পণ্যসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামাল ও গাড়ির মূল্য প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি নিরলসভাবে চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছে। চোরাচালানবিরোধী অভিযান আমাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। এসব কঠোর পদক্ষেপ শুধু অপরাধীদের দমনই করছে না, বরং দেশের অর্থনীতিকেও সুরক্ষিত রাখছে।”

তিনি আরও জানান, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!