Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ির

admin

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫ | ০৪:১৯ অপরাহ্ণ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ | ০৪:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ির

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সাইফুর রহমান ফুল (৫০) নামে এক ফার্মেসি মালিক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ফার্মেসির সামনের প্রধান সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি পৃথিমপাশা ইউনিয়নের পুরষাই গ্রামের বাসিন্দা এবং উপজেলা হাসপাতালের সামনে অবস্থিত কনক ফার্মেসির সত্ত্বাধিকারী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে নিজস্ব ফার্মেসির সামনে প্রধান সড়ক পারাপারের সময় তিন আরোহী নিয়ে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল জব্দ করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!