Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুতিনের সংবাদ সম্মেলনে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব সাংবাদিকের, অতপর…

admin

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ১১:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ | ১১:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
পুতিনের সংবাদ সম্মেলনে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব সাংবাদিকের, অতপর…

স্টাফ রিপোর্টার:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক টেলিভিশন ভাষণ চলাকালে সরাসরি সম্প্রচারে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক রুশ সাংবাদিক। দেশজুড়ে সম্প্রচারিত ওই অনুষ্ঠানে ঘটনাটি ঘটায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

‘পুতিনস টিভি ম্যারাথন’ নামে পরিচিত এই দীর্ঘ সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ ও পররাষ্ট্রনীতি নিয়ে বক্তব্য দিচ্ছিলেন পুতিন। এমন সময় স্থানীয় সাংবাদিক কিরিল বাজানভ লাল বো টাই পরে হাতে একটি পোস্টার নিয়ে দাঁড়ান, যাতে লেখা ছিল, ‘আমি বিয়ে করতে চাই’। বিষয়টি নজরে আসার পর পুতিন তাকে কথা বলার সুযোগ দেন।

মাইক্রোফোন হাতে নিয়ে বাজানভ বলেন, তার বান্ধবীও টেলিভিশনে অনুষ্ঠানটি দেখছেন। এরপর তিনি সরাসরি প্রেমিকাকে উদ্দেশ করে বলেন, ‘ওলেচকা, আমাকে বিয়ে করবে?’ এ সময় সম্মেলনকক্ষে উপস্থিত সাংবাদিকেরা করতালির মাধ্যমে প্রতিক্রিয়া জানান।

বিয়ের প্রস্তাব দেওয়ার পর বাজানভ রাশিয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়েও প্রশ্ন করেন। তবে প্রেমিকার উত্তর জানতে তাকে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়। পরে অনুষ্ঠান সঞ্চালকেরা জানায়, ওলেচকা বিয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

এ ঘোষণার পর আবারও হলজুড়ে করতালি ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এ সময় পুতিনকে বিয়েতে আমন্ত্রণ জানানো হলেও তিনি তাতে সাড়া দেননি। তবে মজা করে পুতিন বলেন, নতুন দম্পতির বিয়ের খরচ জোগাড়ে তহবিল তোলার উদ্যোগ নেওয়া যেতে পারে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!