Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বেনজেমার মাইলফলক ছোঁয়ার রাতে চেলসিকে হারাল রিয়াল মাদ্রিদ

admin

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩ | ০২:৪০ অপরাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ০২:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
বেনজেমার মাইলফলক ছোঁয়ার রাতে চেলসিকে হারাল রিয়াল মাদ্রিদ

 

স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার মিশনে এক পা দিয়ে রাখল রিয়াল মাদ্রিদ। রেকর্ড (সর্বোচ্চ) ১৪ বারের চ্যাম্পিয়ন স্প্যানিশ জায়ান্টরা কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইংলিশ ক্লাব চেলসিকে ২-০ গোলে হারিয়েছে। দারুণ এই জয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাই সহজ করে রাখল কার্লো আনচেলত্তির দল।

রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দলের হয়ে জয়সূচক গোল দুইটি করেন করিম বেনজেমা ও মার্কো অ্যাসেনসিও। উল্লেখ্য, ম্যাচের বাঁশি বাজতেই একটি মাইলফলক স্পর্শ করেন ফরাসি তারকা বেনজেমা। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ এখন বেনজেমার (১৩০টি)। পেরিয়ে গেছেন সার্জিও রামোসকে, সামনে আছেন শুধু ইকার ক্যাসিয়াস (১৫০)।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়েছিল চেলসির। খেলার দ্বিতীয় মিনিটেই গোল করার সুযোগ তৈরি করেছিল প্রিমিয়ার লিগের দলটি। তবে রিয়াল গোলরক্ষক কোর্তোয়ার নৈপুণ্যে লক্ষ্যভেদ করতে পারেনি চেলসি।

এরপর দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে স্বাগতিকরা। শুরু হয় ভিনিসিয়াস-বেনজেমার আক্রমণ। ১২তম মিনিটে বেনজেমার জোরালো শট ফিরিয়ে দেন চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা। এরপর অবশ্য খেলায় লিড পেতে খুব দেরি হয়নি রিয়ালের। ২২তম মিনিটে বেনজেমার দারুণ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ভিনিসিয়াসের বাড়ানো বলে দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন রিয়াল অধিনায়ক।

প্রথমার্ধের বাকি সময় দুই দলই বেশকিছু আক্রমণ করলেও জালের দেখা পায়নি কেউই। সবশেষ ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরেই দারুণ একটি সুযোগ তৈরি করেন লুকা মদ্রিচ। তবে তার কোনাকুনি উঁচু শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। এরপর ম্যাচের ৫৯তম মিনিটে বড় ধাক্কা খায় চেলসি। ডি-বক্সে ঢোকার মুখে রদ্রিগোকে টেনে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন ইংলিশ ডিফেন্ডার বেন চিলওয়েল।

খেলার ৭১তম মিনিটে রদ্রিগোকে তুলে অ্যাসেনসিওকে নামায় রিয়াল কোচ আনচেলত্তি। মাঠে নামার তিন মিনিটের মাথায় দারুণ এক গোল করেন তিনি। এরপর খেলার বাকিসময় আর কোনও দল গোলের দেখা না পাওয়ায়, ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!