Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ২রা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে রেস্টুরেন্টের সামনে থেকে ৩ জনকে ধরলো পুলিশ

admin

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ০৫:১৪ অপরাহ্ণ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ | ০৫:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে রেস্টুরেন্টের সামনে থেকে ৩ জনকে ধরলো পুলিশ

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থেকে জুয়া খেলার অভিযোগে ৩ জনকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২০ ডিসেম্বর) সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আহমদপুর গ্রামের আবু তাহেরের ছেলে রিপন আহমেদ (৩৩), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার ধনপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মো. মোতাহের (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বকডহর গ্রামের বারো মিয়ার ছেলে আবুল হোসেন (৪২)।

পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) সাড়ে ৬টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি রেস্টুরেন্টের সামনে থেকে অনলাইনে তীর শিলং জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!