
স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে কোম্পানীগঞ্জ থানার একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. শাহ আলম (৫১)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর ঢালার পাড় গ্রামের মৃত আব্দুর রশিদ আলীর ছেলে। এছাড়া তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ জানায়, সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে মো. শাহ আলমকে গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, মো. শাহ আলমকে ২০২৪ সালের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার