Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ২রা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল

admin

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ০৫:২৮ অপরাহ্ণ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ | ০৫:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল

স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এক যুবক দুধ দিয়ে গোসল করেছেন। এ নিয়ে ওই এলাকায় আলোচনা-সমালোচনা হচ্ছে। শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার সাজাইল ইউনিয়নের বাট্টাইধোবা গ্রামের এ ঘটনা ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, ২০১৮ সালে হাসান শরীফের ছেলে রিয়াদ শরীফের (৩০) এবং উপজেলার মাজড়া গ্রামের মফিজুর শেখের মেয়ে মৌ খাতুন ভালবেসে বিয়ে করেন। তাদের এক কন্যাসন্তান রয়েছে। কলহের কারণে এক সপ্তাহ আগে স্ত্রী মৌ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যায়। গত শনিবার উভয় পরিবারের সম্মতিতে স্থানীয় কাজীর মাধ্যমে দুজনের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

রিয়াদ শরীফ বলেন, ‘বিয়ের পর কিছু দিন আমাদের সংসার ভালোই চলছিল। কিন্তু এরপর থেকে আমার স্ত্রীর চলাফেরা ছিল বেপরোয়া। আমার পরিবারের সবার সঙ্গে খারাপ ব্যবহার করত। এক সপ্তাহ আগে সে বাবার বাড়িতে চলে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি অন্য কোথাও চলে গেছে। তার এমন কার্যকলাপ আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। তাই তালাক দেওয়ার সিদ্ধান্ত নেই। তালাক দেওয়ার পর দুধে ‌গোসল করি।’

সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, উভয় পরিবারের সম্মতিতে বিবাহবিচ্ছেদ ঘটেছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!