Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিপুরায় নিজের অস্ত্রেই গুলিবিদ্ধ হন বিএসএফ সদস্য

admin

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১১:৫১ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ | ১১:৫১ পূর্বাহ্ণ

ফলো করুন-
ত্রিপুরায় নিজের অস্ত্রেই গুলিবিদ্ধ হন বিএসএফ সদস্য

স্টাফ রিপোটার:
ত্রিপুরার ধর্মনগরে কর্তব্যরত অবস্থায় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্য নিজের অস্ত্রের গুলিতে আহত হয়েছেন। আহত জওয়ানের নাম বিপিন কুমার (৩৫)।

ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে ধর্মনগরের মাহেশপুর এলাকায়। তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য হিসেবে সেখানে ডিউটি করছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, রাতভর চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জি বি প্যান্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএসএফ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, এটি একটি দুর্ঘটনা। দায়িত্ব পালনকালে বহন করা অস্ত্র থেকে অসাবধানতাবশত গুলি বেরিয়ে গেলে তিনি আহত হন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!