Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক

admin

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ০৬:৩৩ অপরাহ্ণ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ | ০৬:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরসভায় ১৫৫ পিস ইয়াবা ও বিড়িসহ শিব্বির আহমদ নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিয়ানীবাজার পৌরসভার লাসাইতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, দীর্ঘদিন থেকে শিব্বির আহমদ মাদক কারবারের সাথে যুক্ত। সে তার বাড়ি আশপাশ থেকে ইয়াবা ও বিড়ি বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবী ছদ্মবেশে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ইয়াবা ও বিড়িসহ তাকে আটক করে। এ সময় ১৫৫ পিস ইয়াবা ও বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য আনুমানিক ৪৬ হাজার ৫শত টাকা।

এই ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!