স্টাফ রিপোর্টার:
রাজধানী সড়ক অনেকটাই ফাঁকা। আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়- সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, শাহবাগ, ফার্মগেট, মগবাজার, মিরপুর সড়ক, সাত মসজিদ রোডে গণপরিবহন তেমন একটা চোখে পড়েনি। মেট্রোরেলেও যাত্রী ছিল অনেকটাই কম। পুলিশ বলছে, টানা তিন দিনের ছুটির কারণে রাজধানীতে লোকজন তেমন একটা নেই।মেট্রোরেলের শাহবাগে দায়িত্ব পালন করা আনসার সদস্য শুভাসিশ সমকালকে জানান, আজ বৃহস্পতিবার সকাল থেকেই মেট্রোরেলে যাত্রী অনেকটো কম ছিল। দুপুরের দিকে দুই-একজন বেশি থাকলেও তা সাধারণ দিনের তুলনায় খুব কম। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মো. আনিসুর রহমান সমকালকে বলেন, বড় দিন উপলক্ষে ছুটি। এছাড়াও আগামীকাল শুক্রবার পরদিন শনিবার তিন দিনের ছুটি রয়েছে। এ উপলক্ষে সবাই ঢাকার বাইরে চলে গেছেন। ফলে ঢাকায় গণপরিহন একটু কম।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।