Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আসিফ মাহমুদের পক্ষে কুমিল্লা-৩ আসনেও মনোনয়নপত্র সংগ্রহ

admin

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ | ০৫:০০ অপরাহ্ণ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ | ০৫:০০ অপরাহ্ণ

ফলো করুন-
আসিফ মাহমুদের পক্ষে কুমিল্লা-৩ আসনেও মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার:
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রমজানুল করিম নামে এক ব্যক্তি তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন। বিষয়টি জানা যায় গতকাল শুক্রবার রাতে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হাচিবুর রহমান মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার ১১টি আসনে এ পর্যন্ত ১০৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন সংগ্রহকারী রমজানুল করিম জানান, আসিফ মাহমুদের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। আসিফের পক্ষের লোকজন ঠিকানা ও ব্যাংক ড্রাফটের অর্থ দিয়ে ফরম সংগ্রহ করে দিতে বলেন। তিনি ফরম নিয়ে তাদের হাতে তুলে দেন।

তবে আসিফ মাহমুদের পরিবার বলছে, কুমিল্লা থেকে মনোনয়ন নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তার চাচাতো ভাই ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী বলেন, ‘আমরা জানি তিনি ঢাকা-১০ থেকেই নির্বাচন করবেন।’

১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত ১২ ডিসেম্বর তিনি ফেসবুক পেজে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং নিজেই থানা নির্বাচনী কার্যালয় থেকে ফরম তোলেন।

কুমিল্লায় তার পক্ষে নতুন করে মনোনয়ন সংগ্রহের ঘটনা স্থানীয় নির্বাচনী অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!