Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ২রা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কমিশন চাইলে প্রাপ্তবয়স্ক যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারে: ইসি সচিব

admin

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ | ০৫:০৯ অপরাহ্ণ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ | ০৫:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
কমিশন চাইলে প্রাপ্তবয়স্ক যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারে: ইসি সচিব

স্টাফ রিপোর্টার:
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা- ১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, আইন অনুযায়ী যেকোনো সময় যে কাউকে তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। এতে কোনো আইনি বাধা নেই।

শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমানের ভোটার হওয়ার সব কার্যক্রম শেষে তিনি এ তথ্য জানান।

এদিন দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ভবনে পৌঁছান তারেক রহমান। তাকে স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির কর্মকর্তারা।

‎এদিন দুপুর ১টার পর ভোটার হওয়ার যাবতীয় কার্যক্রম শেষ করেন তারেক রহমান। ছবি তোলার পাশাপাশি দেন দশ আঙুলের ছাপ, চোখের আইরিশ। স্বাক্ষর করেন নিজের নামের। যেই স্বাক্ষর জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত হয়।

পরে কমিশন সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী, ইসি চাইলে প্রাপ্তবয়স্ক অথবা ভোটার হওয়ার সক্ষমতা রাখে এমন যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারবেন। এতে কোনো আইনি বাধা নেই।

‎সচিব বলেন, একদিনের মধ্যে ভোটার হলেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নথি উপস্থাপন কিংবা কমিশন সভা করে রোববার (২৮ ডিসেম্বর) তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয় নিশ্চিত করবে ইসি।

এর আগে, এদিন সকালে ভোটার হতে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

উল্লেখ্য, ঢাকা- ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!